ভারত জুড়ে বাংলাভাষীদের মধ্যে এনআরসি আতঙ্ক বিরাজ করছে। ভারতের আসামসহ জেলায় জেলায় বিক্ষোভ চলছে নাগরিকত্ব সংশোধনী বিল পাসের বিরুদ্ধে। দৈনিক আজকাল, প্রতিদিন ও গণশক্তিসহ ভারতীয় পত্র-পত্রিকা এ খবর দিয়েছে। তারা উল্লেখ করেছে, আসাম অগ্নিগর্ভ, ইতোমধ্যে পুলিশের গুলিতে ৩জন নিহত হয়েছে,...
‘হোয়াইট কালার ক্রিমিনাল ও তদবিরবাজদের যন্ত্রণায় অস্থির হয়ে উঠছি, তারা প্রভাব খাটিয়ে নানাভাবে ডিসটার্ব করে। আপনারা একটু লেখালেখি করেন সরকারী অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারী না হয়ে দিনরাত সমানতালে ঘুরঘুর করে। নাড়াচাড়া করে ফাইলপত্র’। একান্তে আলাপকালে খুলনার এক সরকারী কর্মকর্তা...